করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যাপস তৈরি করলেন এক তরুণ

ভয়াবহ করোনা কোভিড-১৯ ভাইরাস হতে আমাদের কে বাঁচতে হবে, এই প্রতিশ্রুতি নিয়ে ‘এ্যাডভ্যান্সড অ্যাপস’ নামে এক প্রতিভাবান তরুণ (সফটওয়্যার ইঞ্জিনিয়ার) এই প্রথম বাংলাদেশে অ্যাপস তৈরি করছেন বলে জানালেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুব হাসান।

তিনি জানালেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর নিকট তাদের আবিস্কৃত অ্যাপসটি উপস্থাপন করবেন।

আমরা জানি, সবাই যার যার জায়গা থেকে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ডিজিটাল বাংলাদেশ” মন্ত্রে উজ্জীবিত “অফাধহপবফ অঢ়ঢ়ং ইধহমষধফবংয (অঅচইউ)” টিম নিরলস পরিশ্রম করে তৈরী করেছে “করোনা ভাইরাস ম্যাপিং এবং সচেতনতা প্লাটফর্ম করোনা ম্যাপ”।

 আমাদের অন্যতম লক্ষ্য, আক্রান্ত মানুষদের বিগত কয়েক দিনের সকল ধরণের মুভমেন্ট এর তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য অনুযায়ি দ্রুত অ্যাকশন এর সুপারিশ করা।

সফটওয়্যার আবিস্কারক ইঞ্জিনিয়ার মাহবুব হাসান, নাঈম হাসান, মোজাম্মেল হক, সোমাইয়া ফেরদৌস তাদের উদ্ভাবিত সফটওয়্যার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অপেক্ষায় আছেন।

(আমাদের সময় অনলাইন)

এ বিভাগের অন্যান্য সংবাদ