দেশে করোনায় আরও একজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার(২১ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট দুইজনের মৃত্যু হলো।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ জন।