ওসমানী বিমানবন্দরে থেকে দু’জনকে ফেরত

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী দুই প্রবাসীকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। তারা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটে আসেন।

বিমানবন্দর সূত্রে জাানা যায়, যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। ওই বিমানের ইউরোপের পাসপোর্টধারী দু’জনকে ইমিগ্রেশন থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ