বিমানবন্দর থেকে হাসপাতালে ৭ প্রবাসী
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উত্তরায় অবস্থিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে ৭ প্রবাসী বাংলাদেশিকে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
বুধবার (১৮ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে তারা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।
চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, অন্যান্য যাত্রীদের মতোই চীনা যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এরপর তারা চিকিৎসকের ব্রিফ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে অথবা হাসপাতালে পাঠানো হয়।
শাহজালাল বিমানবন্দরের পরিচ্ছন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ট্রলি, সিঁড়ি বসার জায়গা, প্যাসেজ দিনে দুইবার পরিষ্কার করা হয়।