ঢাকায় এসেছেন ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি
ঢাকায় এসেছেন ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি। সোমবার ভোরে তারা দেশে পৌঁছান বলে নিশ্চিত করেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
তিনি জানান, সকালে যারা চীন থেকে দেশে ফিরেছেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে তাদের বিমানবন্দর থেকে ছাড়া হয়েছে।
তিনি বলেন, তারা প্রত্যেকে চীনেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন, বাংলাদেশেও তাদের দুই সপ্তাহ থাকতে হবে।
বিদেশ থেকে যারা ঢাকা ফিরবে, তাদের সবাইকে ঘরে বা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
প্রসঙ্গত চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৬৪৭৫ জন মারা গেছেন। বাংলাদেশে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।