আয়লানের মৃত্যুতে দোষীদের ১২৫ বছর জেল

সিরীয় শিশু আয়লান কুর্দির মৃত্যু ঝড় তুলেছিল সারাবিশ্বে। ২০১৫ সালে সাগরপাড়ে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট মরদেহটি দেখে হৃদয় কেঁদেছিল সবার। ওইদিন আয়লানের সঙ্গে তার মা-ভাইসহ মারা যান অন্তত ১১ জন।

প্রায় পাঁচ বছর পর ওই ঘটনায় জড়িত তিন পাচারকারীকে ১২৫ বছর করে কারাদ- দিয়েছেন তুরস্কের একটি আদালত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আয়লানদের মৃত্যুর ঘটনায় তুরস্ক ও সিরিয়ার একাধিক পাচারকারী চক্র জড়িত।

তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশ থেকে তিন আসামিকে গ্রেফতার করে তুর্কি নিরাপত্তাবাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ