দেশে নতুন করে ২জন করোনাভাইরাসে আক্রান্ত!

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, তাদের একজন ইতালিফেরত, আরেকজন জার্মানিফেরত। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি। এর আগে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা বলেন, দেশে নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে। তারা আগে দেশে এসেছেন। তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে এনেছিলাম। এই দুজনের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে দেশে এসেছেন।

এর আগে এদিন দুপুরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই।

(সৌজন্যে: আমাদের সময় অনলাইন)

এ বিভাগের অন্যান্য সংবাদ