মরহুম বকুলের পরিবারের পাশে সিলেট মহানগর বিএনপি


সিলেট মহানগর বিএনপির ১২নং ওয়ার্ডের সভাপতি মরহুম আফতাব হোসেন বকুলের পরিবারের সদস্যদের দেখতে গিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বিকেলে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপির এক প্রতিনিধি দল মরহুম আফতাব হোসেন বকুলের কুয়ারপাড়স্থ বাসভবনে যান। এসময় তারা মরহুম বকুলের পরিবারের সদস্যদের খোজঁ খবর নেন। বকুলের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম আহমদ ও সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমদ বাচ্চু প্রমূখ। এসময় মরহুম আফতাব হোসেন বকুলের ছেলে পারভেজ আহমদ, আবিদুর রহমান কয়েস ও আশিকুর রহমান তারেক সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ