জাহেদ তালুকদারের ভাতিজার মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেব দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের ভাতিজা শানুর আহমদ দাইয়ান (১৬) এর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, গত ২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় জাহেদ আহমদ তালুকদারের ভাতিজা, শরীফ আহমদের ছেলে, লন্ডনের নিউহ্যাম কলেজের গ্রেড-১১ এর মেধাবী ছাত্র শানুর আহমদ দাইয়ান মারা যান। সে মহানগরীর হাউজিং এস্টেট এর বাসিন্দা ও তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ী। মেধাবী ছাত্র দাইয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ