জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহতাবস্থায় ২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর যাত্রীদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ জেলা শহরের উদ্দেশ্য বুধবার দুপুরে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ঙ-১১১৩৩৭) কলকলিয়া আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে আমরা আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং অপর ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার উদ্দেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ২০জন যাত্রী আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ