৫৫ মামলার আলামত ধ্বংস

সিলেটে বিভিন্ন বিচারিক আদালতে নিষ্পত্তিকৃত ৫৫টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় জেলা প্রশাসক চত্বরের পরিত্যক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে মহানগর হাকিম মো. সাইফুর রহমানের উপস্থিতিতে এ সকল আলামত ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোর্ট পুলিশের পরিদর্শক মাহবুব রহমান, সিএসআই মো. আইয়ুব আলীসহ মালখানায় কর্মরতরা।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো- ১২ বোতল ফেনসিডিল, ৮.২৫ লিটার চোলাই মদ, ১১৬ প্যাকেট হেরোইন, ২৫৯ পিস ইয়াবা ও ৪.১৪৫ কেজি গাঁজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ