জেলা পুলিশের নতুনদের বরণ

সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা ও ট্রেইন রিক্রুট কনস্টেবলদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় জেলা পুলিশ লাইন্সের মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণের দায়িত্বে) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম এবং ১২১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করেন।

এছাড়া সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক মো. সালাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক মো. লিটন মিয়া এবং পুলিশ অফিসে কর্মরত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর বনলাল করের অবসরজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ