অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন তামিম ইকবাল

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার বোর্ড অব ডিরেক্টরদের দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

দায়িত্ব পাওয়ার পর তামিম ইকবাল বলেছেন, ‘এটা আমার জন্য বড় সম্মানের। আমার প্রতি আস্থা রাখায় বিসিবিকে ধন্যবাদ। আমরা সবাই জানি, মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটে একজন গ্রেট। সেই শূন্যস্থান পূরণ করা কঠিন। আমাকে সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘সামনে উত্থান, পতন থাকবে। আমরা সবাই বাংলাদেশ দলকে সফল করতে চাই। আমরা যখন জয়লাভ করি তখন পুরো জাতি আনন্দ করে। সে বিষয়টি মাথায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি, বোর্ড, সমর্থক, মিডিয়া সকলেই সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ