হবিগঞ্জে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জে জাহেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমিতে লাশটি উদ্ধার করা হয়।
জাহেদ পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, বুধবার রাতে শেরপুর বাজার থেকে তার পান দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কে বা কারা জাহেদকে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে যায়। সকালে স্থানীয়রা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত জাহেদের মাথায় দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের দাবী, জাহেদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে,হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবী করেন তারা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।