কানাডায় মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ১৭ মার্চ
কানাডার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নানা কর্মসূচির মধ্য দিয়ে সেখানে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করার কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ঘোষিত মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় এডমন্টন পাবলিক লাইব্রেরিতে (ক্লেয়ারভিউ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবক-যুবা ও শিশু কিশোরদের জন্য উৎসর্গীকৃত এ অনুষ্ঠানে সংসদ সদস্যসহ আলবার্টা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ বাংলাদেশ কমিউনিটির সকলকে এ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করার আহবান জানিয়েছেন।