তালেবান প্রধানের সাথে ট্রাম্পের ফোনালাপ
একটি বিদেশি বার্তা সংস্থা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তালেবানের প্রধান আলোচক মোল্লা বেরাদার আখুন্দজাদাকে টেলিফোন করেছেন।
বার্তা সংস্থাটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ও তালেবান নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনটি প্রথম একজন তালেবান মুখপাত্র টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন, পরে মার্কিন প্রেসিডেন্টও তা নিশ্চিত করেছেন।
দোহায় মার্কিন-আফগান শান্তি চুক্তির তিন দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট এবং তালেবান নেতার মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়।
তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, মার্কিন প্রেসিডেন্টএবং তালেবান নেতা প্রায় ৩৫ মিনিটের জন্য কথা বলেছেন, যাতে মোল্লা বেরাদার বলেছেন, চুক্তির সমস্ত পয়েন্ট যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন আফগানদের অধিকার। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হবে।
জাবিহুল্লাহ মুজাহিদ আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শিগগিরই তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণীর সাথে আন্তঃ-আফগান আলোচনায় সমস্ত বাঁধা অপসারণের জন্য কথা বলবেন।