যারা মোদীর সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার

পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ আমন্ত্রিত অতিথিদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেখাবে বলে
জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের জনগণও তাদেরকে সর্বোচ্চ দেখাবে বলে তিনি মন্তব্য করেন।
যারা মোদীর সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হযরত মোহাম্মদ (সা.) অতিথিদের নিরাপত্তা ও সম্মান দেখিয়েছেন। কে কোন ধর্মের তা কখনো দেখা হয়নি। এজন্য আমরাও অতিথিদের যথাযথ সম্মান করবো।
কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মেহমানকে অসম্মান করার একটা নমুনা আমাদের দেশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে তাঁর বাসায় গিয়েেিছলন। কিন্তু তারা দরজা বন্ধ করে রেখেছিল। তিনি বলেন, আমরা তাদের মতো এতো বেয়াদব নয়, অতিথিদের অসম্মান করবো।
মঙ্গলবার বেলা দু’টায় সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের আটটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোদীকে বর্জনের আহ্বান জানিয়ে ইসলামি দলগুলো দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক দেশে সকলের মতামত জানানোর অধিকার আছে। তবে, আমাদের স্বাধীনতার বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এদেশের সাধারণ মানুষ।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, লন্ডনের ক্রয়ডন সিটির মেয়র হুমায়ূন কবির, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর ররহমান ওয়াহিদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম ও আজাদুর রহমান আজাদ, জেলা আ’লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ