টাইগারদের সিরিজ জয়

৩২৩ রান রীতিমত কঠিন লক্ষ্যই বলা যায়। বাংলাদেশের বোলিং আক্রমণ সামলে জিম্বাবুয়ের জন্য এত বড় লক্ষ্য তাড়া ছিল অসম্ভব। তবে হঠাৎ করেই যেন ঘুরে গেল পুরো ম্যাচের চাকা। খেলা এমন পর্যায়ে গেল শেষ একবলে জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ৬ রান। তবে শেষমেষ লড়াই করেই জিতলো বাংলাদেশ।

এরআগে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই ওপেনার রেগিস চাকবাকে হারিয়ে বসে জিম্বাবুয়ে। দলীয় ১৫ রানের মাথায় শফিউল ইসলামের বলে আউটসাইডেজ হয়ে কভারে লিটন দাসের সহজ ক্যাচ হন জিম্বাবুইয়ান ওপেনার (২)।

এদিকে তামিম ইকবালের অনবদ্য ১৫৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ের একাদশ
তিনাশে কামুনহুকামউয়ি, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাদভেরে, রিচমন্ড মুতুম্বামি, তিনোতেন্দা মুতুমবোজি, ডোনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ