সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মৌলভীবাজারের দুই প্রবাসীর
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন কলে জনা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।
জানা যায়, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়া ও জুড়ী উপজেলার বাসিন্দা ৩ প্রবাসীকে বহনকারী একটি প্রাইভেট কারের চাকা খুলে যায়। এসময় কারটি মারাত্মক দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই জাকের ও মুকিত মারা যান। এ ঘটনায় জাকের আলীর প্রবাসী বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) গুরুতর আহত হয়েছেন। নিহত ২ প্রবাসীর লাশ ও আহত শাওন রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে রয়েছেন। আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রে জানা গেছে।