দিল্লির নালা থেকে আরো ৪ লাশ উদ্ধার
ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের হামলায় ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন।
সোমবার (০২ মার্চ) উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর দু’টি নালা থেকে তিনটি ও শিব বিহারের এক নালা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ওই চার জনের মৃত্যুর সঙ্গে সংঘর্ষের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
নতুন করে চার লাশ উদ্ধারের ঘটনায় পশ্চিম দিল্লির তিলকনগর ও রাজৌরি গার্ডেনে সহিংসতার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রথমে তিলকনগর মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে পশ্চিম উত্তমনগর, তুঘলকাবাদ, বদরপুর, সুরজমল স্টেডিয়াম, নাঙ্গলোই মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর পথও বন্ধ হয়ে যায়। দোকানে, শপিং মলে ঝাঁপ বন্ধ হতে থাকে। হুড়োহুড়ি করে বাড়ি ফিরতে থাকেন সাধারণ মানুষ। তবে ঘণ্টাখানেক পরে ফের মেট্রো স্টেশন খোলা হয়।