কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুর উপজেলার মিরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

জানা গেছে, সকালে মোটরসাইকেল যোগে তিনি কুলাউড়া থেকে মৌলভীবাজারের আবুল খায়ের গ্রুপের অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে ৯টার দিকে মিশন নামক এলাকায় যাওয়ার পর অজ্ঞাত এক গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর লাশ তার আত্নীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, অজ্ঞাত এক গাড়ী চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ী ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ