সর্বশেষ

নবীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভারতের দিল্লিতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি মহাসড়কের পানিউমদা বাজার থেকে শুরু হয়ে ফিলিং স্টেশনে গিয়ে শেষ হয়।

পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। পরে পানিউমদা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ইউপি সদস্য আরজদ আলীর সভাপতিত্বে ও ডিএসবি মোহাইমিন চৌধুরীর পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন- মুফতি শাহরিয়াজ, মনসুর আলম, ইউপি সদস্য মুহিত মিয়া, মজলু আহমেদ, মনজুর আলী, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা কাউসার আহমেদ, মাওলানা শামিম আহমেদ, মাওলানা রাহাত আহমেদ, অনু আহমেদ, প্রভাষক শাহেদুজ্জামান ফরহাদ, শামসুদ্দিন জনি, আনিছ মিয়া, ফয়জুর রহমান, মুকুল মিয়া, আবুল ফজল, ফয়ছল আহমদ, আব্দুল মালেক, জাহিদ আহমেদ চৌধুরী, সোনা মিয়া, কালাম আহমেদ, জয় মিয়া, মজনু মিয়া, মুজিবুর রহমান, তোফাজ্জুল ইসলাম, আব্দুল হাই, খালেদ আহমেদ, সামছুল রহমান রাহাদ, আহমেদ,হাবিবুর রহমান, মুজিবুর রহমান, লিংকন আহমেদ প্রমুখ।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ