মাধবপুরে ৩য় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি
হবিগঞ্জের মাধবপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ- পদবী পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরনের দাবীতে তারা এই কর্মবিরতি পালন করছেন।
জানা যায়, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকে সারা বাংলাদেশে ২০ ও ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। ২য় ধাপে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।