কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
সিলেটের বালাগঞ্জে ও ওসমানীনগরে দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়ে সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্ধৃতির দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকা করেছে বর্তমান সরকার। ডিজিটাল দেশ বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ, কারিগরি শিক্ষার্জন করলে কেউ বেকার থাকে না।’
রোববার(২৩ ফেব্রুয়ারি) ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দাবির প্রেক্ষিতে তৎক্ষণাত দুই উপজেলায় পৃথক দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন পিপিএম।
ট্রাষ্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, কবির উদ্দিন আহমদ, ট্রাষ্টের ট্রেজারার আনছার মিয়া, বৃত্তির আহবায়ক আনহার মিয়া, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহযোগি অধ্যাপক রজিক মিয়া. অধ্যক্ষ মনু মিয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, ডা: শাকিল আহমদ শাহীন, শামীমুর রহমান, আতাউর রহমান রজব, হান্নান মিয়া প্রমূখ।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে দুই উপজেলার সাড়ে ৯শ’ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।