আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেডিকেল ক্যাম্প সম্পন্ন

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে মরমি কবি গিয়াসউদ্দিন আহমদ লোক উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করেছে সামাজিক সংগঠন “আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা”।

মঙ্গলবার দিনব্যাপী গোবিন্দগঞ্জস্থ বালুর মাঠে ২১জনের স্বেচ্ছায় রক্তদান, ৮১জনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ২২১জনের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সার্বিক-সহযোগিতা করেন সিলেট মুজিব-জাহান রেড ক্রিসেন্টে রক্ত কেন্দ্র ও গোবিন্দগঞ্জ আই কেয়ার কনসালটেনশন সেন্টার। এসময় উপস্থিত ছিলেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সদস্য ও কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান সুহান, সহ-সভাপতি মনোজ কান্তি দাস পিংকু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজু, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন, মোঃ আবেদ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ্র দে জয়, অর্থ-সম্পাদক ইমন ইসলাম, সহ প্রচার সম্পাদক আলী আকবর, আহমেদ সাজু, অফিস সম্পাদক লিয়ন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক শামিম আহমদ, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক ফারহান আহমদ মুরাদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাসান রিপন,কার্যকরী সদস্য মোঃ নোমান হুসাইন, সদস্য জুনায়েদ আহমেদ শুভ, জুয়েল খান,দিদার আহমেদ, সাজ্জাদ, সাকিব আহমেদ,রিপন আহমেদ, সিলেট জেলা শাখার সভাপতি সুনিল দাস, সহ- সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন শাওন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি হাসান আবু হুরায়রা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ