সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জের বাহুবলের রশিদপুর রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনের পূর্ব আউটার সিগনালের কাছে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের সামন দিয়ে এক অজ্ঞাত যুবক ট্রেন লাইন পারাপারের চেষ্টা করে। এসময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ