সর্বশেষ

মাধবপুরে আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুরে সন্ত্রাস,নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

বেসরকারী সংস্থা আশা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার ডিভিশনাল ম্যানাজার মো সাজেদুল ইসলাম চৌধুরী,সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন আহমেদ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন। এছাড়া ইউপি সদস্য নূরুল হাসান তপু,শিক্ষক নূরজাহান আক্তারসহ অন্যানরা বক্তব্য রাখেন।

পুলিশ সুপার বলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মায়েদের সাথে সভা সমাবেশ করে জন সচেতনতা সৃষ্টি করা হয়েছে। যার কারনে এ বছর ৬৭১টি মামলা কমেছে। এ ছাড়া বিট পুলিশের মাধ্যমে পারিবারিক মামলা গুলো স্থানীয় ভাবে মিমাংশা করে দেওয়া হচ্ছে।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ