মাতৃভাষা দিবসে সিলেট বিএনপি ২দিনের কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার সন্ধ্যায় নগরীর মিরাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিএনপি নেতা প্রভাষক আজমল হোসেন রায়হানে সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ’র পরিচালনায় কর্মী সভায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

কর্মসূচীর প্রথম দিন ২০ ফেব্রুয়ারি দুপুর ৩টায় নগরীর মীরাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সিলেট নগরীর মীরা বাজার থেকে মহান একুশে উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ