জামিন পেলেন কোম্পানীগঞ্জ বিএনপির ৬ নেতা
সিলেটের কোম্পানীগঞ্জ বিএনপির ৬ নেতা জামিন পেয়েছেন।
বিগত নির্বাচনে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত ঐ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ফখরুল ইসলাম (ফখরু মেম্বার), পূর্ব ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাজ উদ্দিন ও উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া।