এপেক্স জেলা -৪ এর প্রথম বোর্ড সভা ও ডাইরেক্টরি প্রকাশনা


এপেক্স জেলা-৪ এর প্রথম বোর্ড সভা ও জেলা ডাইরেক্টরি প্রকাশনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর এক অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা গভর্নর-৪ এপেক্স শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ূম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এ.কে. এম এপে. এড. শমিউল আলম, এপেক্স বাংলাদেশের অতীত সভাপতি ও লাইক গভর্নর এপে. চন্দন দাস, এপেক্স বাংলাদেশের অতীত সভাপতি এপে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, লাইফ গভর্নর এপে. আখতার হোসেন খান, লাইফ মেম্বার এপে. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, লাইফ মেম্বার এপে. এনায়েত হোসেন, লাইফ মেম্বার এপে. আব্দুল হান্নান, লাইফ মেম্বার এপে. এডভোকেট চৌধুরী আতাউর রহমান, লাইফ মেম্বার অতীত জেলা গভর্নর এপে. আহমেদ জাকারিয়া, অতীত জেলা গভর্নর এপে. এডভোকেট মাসুম আহমেদ, অতীত জেলা গভর্নর এপে. এডভোকেট মিসবাহুর রহমান আলম, সদ্য অতীত জেলা গভর্নর এপে. ইফতেখার মনি।
জেলা গভর্নর এপে. শাহেদুর রহমান জেলা বোর্ড মেম্বার সকল ক্লাবের সভাপতিদের নাম একে একে উপস্থাপন করেন এপেক্স ক্লাব অব সিলেটের সভাপতি এপে. এমদাদুর রহমান, এপেক্স ক্লার অব মৌলভীবাজার এর সভাপতি এপে. শফিউল আলম সৌরভ, এপেক্স ক্লাব অব সাউথ সুরমা এর সভাপতি এপে. এড. শাহ আশরাফুল ইসসলাম, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর সভাপতি এপে. নাবিল বিন চৌধুরী, এপেক্স ক্লাব অব স্যাংটাম এর সভাপতি এপে. পিন্টু কুমার বৌদ্ধ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর সভাপতি এপে. এড. মানিক উদ্দিন, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ এর সভাপতি এপে. এড. মো. আকমল খান, এপেক্স ক্লাব অব হলিসিটি এর সভাপতি এপে. সেলিম আহমেদ, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর সভাপতি এপে. এড. মাসুদ আহমেদ চৌধুরী মহসিন, এপেক্স ক্লাব অব রোজ গার্ডেন এর সভাপতি এপে. বদরুল আহমেদ চৌধুরী, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালি এর সভাপতি এপে. সুহেল রানা, এপেক্স ক্লাব অব শাহপরান সিটি এর সভাপতি এপে. রউফুজ্জামান কায়সার, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের সভাপতি এপে. আশরাফ উদ্দিন, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র সভাপতি এপে. জুয়েল রানা, এপেক্স ক্লাব অব জালালাবাদ সিটির সভাপতি এপে. মো. মিসবাউল করিম, জেলা সেক্রেটারী এপে. নাজমুল হুদা, জেলা কোষাধ্যক্ষ এপে. শায়েখ খান, সুরমা বার্তা এডিটর এপে. বাবুল মিয়া, ডাইরেক্টরী এডিটর এপে. এড. জালাল উদ্দিন, ওয়েব মাস্টার এপে. প্রভাত পাল, সার্জেন্ট এট আর্মস এপে. আদিল হোসাইন, মার্শাল এপে. জামিল ও এপে. আব্দুল­াহ আল মামুন। অনুষ্ঠানে জেলা-৪ এর প্রতিটি ক্লাবের সভাপতিগন নিজ নিজ ক্লাবের প্রতিবেদন ও বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন ও বোর্ড মেম্বারগন তা অনুমোদন করেন।
উপস্থিত অতিথিবৃন্দ আলোচনার মাধ্যমে জেলা-৪ প্রতিটি ক্লাব সমাজের দুস্থ মানুষের মধ্যে যেভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার ভূষয়ী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। পরিশেষে জেলা-৪ গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদ ও জেলা সেক্রেটারী এপে. মোঃ নাজমুল হুদা স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিতির মাধ্যমে জেলা-৪ এর বোর্ড সভা সফল করার জন্য জেলা-৪ এর সকল এপেক্সিয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ