বিশ্বকাপ নিয়ে ফিরলেন যুবারা

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন অনূর্ধ্ব-১৯ দল। আজ বুধবার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বহন করা বিমানটি অবতরণ করে। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্ম-কর্তারা। এখন তারা বিসিবি কার্যালয়ে অবস্থান করছেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে আকবর আলী, তৌহিদ হৃদয়দের সঙ্গে একই গাড়িতে মিরপুরের উদ্দেশে যাত্রা করেন বিসিবি প্রধান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুরে পৌঁছায় বিশ্বজয়ীদের বহন করা গাড়িটি।

গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর পরেরদিন আইসিসির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এবার তারা দেশে ফিরলেন বিশ্ব জয়ের মুকুট পরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ