সিলেটে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক এর কমিটি গঠন
সিলেটে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন) কমিটি গঠন করা হয়েছে। এই স্লোগানকে সামনে নিয়ে এর সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ। সভায় আরো উপস্থিত ছিলেন ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), নিকুলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), আবুল খয়ের, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক চরিত্রবান সমাজপতি।
সভায় সকলের উপস্থিতিতে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস হাফসাকে সভাপতি ও ১০ম শ্রেণীর ছাত্র আহমদ জাকারিয়া সামিকে সাধারণ সম্পাদক করে ১২ (বার) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ নিম্নবর্ণিত ১০ (দশ) টি ট্রাফিক নিয়ম নিজেরা পালন করবেন এবং অন্যদেরকে পালন করতে উৎসাহিত করবেন। নিয়মগুলো হলো –
১.রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করা ।
২.ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্ত ঘেঁষে হাঁটা।
৩.রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন/হেডফোন ব্যবহার না করা।
৪.রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং ব্যবহার করা ।
৫.ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং না থাকলে ডানদিকে, বামদিকে দেখে সাবধানতার সাথে রাস্তা পার হওয়া। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেয়া। কোন অবস্থাতেই তাড়াহুড়া না করা।
৬.রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় না দেয়া।
৭.চলন্ত যানবাহনে না উঠা, চলন্ত যানবাহন থেকে না নামা।
৮.যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামা।
৯.প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো ও
১০.ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানা ও মানা।
তাছাড়া কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে মাসের প্রথম রবিবার এসেম্বলিতে উপরোক্ত ১০টি নিয়ম পাঠ করা।