গাছের ডাল পড়ে কুলাউড়ায় চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় ছায়াবৃক্ষের (শেড ট্রি) ডাল পড়ে আঘাতে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মরিয়ম মুন্ডা (৩৮) উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বৈঠাং জালাই এলাকার বিপুল মুন্ডার স্ত্রী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মেরিনা চা বাগানের ৪নং সেকশনে ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার বাগানের শেড ট্রির (ছায়া বৃক্ষ) ডালপালা ছাটাই করছিলেন শ্রমিকরা। কাজ শেষে ৪নং সেকশন দিয়ে হেটে যাচ্ছিলেন নারী শ্রমিকরা। ওই সময় নারী শ্রমিক মরিয়ম মুন্ডার ওপর গাছ গাছের ডাল আছড়ে পড়ে। এতে তিনি আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেরিনা চা বাগানের ব্যবস্থাপক মো. রবিউল হাসান জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় আমাদের চা বাগানের নিয়মিত শ্রমিক মরিয়ম মারা যান। বাগান কর্তৃপক্ষ তার পরিবারকে সকল ধরণের সহযোগিতা করবে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।