অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, ট্রলার ডুবি, ১৫ লাশ উদ্ধার
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের কাছে ট্রলার ডুবিতে ১৫জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। উদ্ধারকৃত ১৫ লাশের মধ্যে ১৪জন নারী এবং একটি শিশু রয়েছে। আর ট্রলারটির সব যাত্রীই রোহিঙ্গা ছিল।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার শফিকুল ইসলাম জানান, মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।