সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই: প্রিন্সিপাল আতাউর রহমান পীর
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর জেলা গভর্নর রোটারীয়ান লেঃ কর্নেল (অব.) প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীরা জাতির কর্নধার।
প্রিন্সিপাল আতাউর রহমান পীর রোববার দুপুর ১২টায় খাদিমনগরস্থ জহিরিয়া এম. ইউ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রোটারি ক্লাব অব সিলেট টি সিটির উদ্যোগে ১ম সামছুউদ্দিন ও সুফিয়া চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি ডিষ্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী রোটারিয়ান সেলিম খান, রোটারি ক্লাব অব সিলেট টি সিটির চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এফজাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৫জন শিক্ষার্থীদের মধ্যে সামছুউদ্দিন ও সুফিয়া চৌধুরী বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি জেলা গভর্ণর রোটারিয়ান আতাউর রহমান পীর বিদ্যালয়ের ৭জন মেয়ে শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাব সিলেট টি সিটির মাধ্যমে ৭টি বাইসাইকেল প্রদানের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি