জগন্নাথপুরে আগুন: পুড়ে ছাই ৩০টি ভেড়াসহ ৩টি ঘর
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৩০টি ভেড়া ও ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে শনিবার দিবাগত সন্ধারাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দিবাগত সন্ধারাতে রৌয়াইল গ্রামের মৃত হেতিম উল্লাহ ছেলে কৃষক ওয়াতির উল্লাহের গোয়াল ঘরে আগুন দেখে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্ঠা চালান। প্রায় দুই ঘন্টাব্যাপি গ্রামবাসীর প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রন আসে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩০টি ভেড়া ও গোয়ালঘর সহ পাশে থাকা আরো ২টি ঘর সর্ম্পূণ পুড়ে যায়।
কৃষক ওয়াতির উল্লাহ ভাতিজা মাহবুব হোসেন মিটু জানান, আমার চাচার একমাত্র সম্ভর ভেড়া সহ পাশে থাকা আরো দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী চেষ্টায় প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আমাদের ধারনা এটা একটি পরিকল্পিত ঘটনা। আমরা আগুন নেভানোর সময় কেরোসিনের গন্ধ পাই। এ স্থানে এমনিতে আগুন লাগার কথা নয়।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হোসেন তথ্য নিশ্চিত করে জানান, একবারে অসহায় দরিদ্র কৃষক, কৃষি কাজের পাশাপাশি একজন ভেড়া পালনকারী। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা গ্রামবাসী ধারনা করছি।