থাইল্যান্ডে সেনা সদস্যের গুলিতে ১২ জনের মৃত্যু

ব্যাংককের উত্তর-পূর্বে কোরাট শহরে একটি শপিংমলের সামনে এক সেনা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে কমান্ডার, সহযোদ্ধা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। তবে আহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আক্রমণকারী সন্ধ্যা ৭.২০ মিনিটে ফেসবুক তার প্রতিক্রিয়া ব্যক্ত এবং একটি রাইফেল ধরে একটি সেলফি তুলে পোস্ট করেন। এসময় তিনি লিখেছিলেন: দুর্ভাগ্য, বাধা। আমার কি হাল ছেড়ে দেওয়া উচিত? আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি আর আমি আমার আঙুলটি আর সরাতে পারছি না।

ধারণা করা হচ্ছে, হামলাকারী প্রথমে সেনা চৌকির ভিতরে ঢুকে তার কমান্ডার ও দুজনকে গুলি করে হত্যা করে। পরে মুয়াং জেলার এক শপিংমলের সামনে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ