দুবাইয়ে সংবর্ধিত শফিউল আলম নাদেল
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শফিউল আলম চৌধুরী নাদেল এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মিসবাউর রহমানে সংযুক্ত আরব আমিরাত আগমণ উপলক্ষে দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনার দিয়েছে ।
শুক্রবার আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের আবির শহরের স্থানীয় একটি আয়োজিত অনুষ্ঠানে দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইন ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল আলম নাদেল তার বক্তব্যে বলেছেন ,বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের বার্ষিক রেমিটেন্সের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। বর্তমান শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের জন্য নানাবিধ প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। কোন প্রবাসী দেশে বিনিয়োগ করতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে তিনি জানান ।
এতে বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, আমিরাত আওয়ামী লীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হারুনূর রশীদ হারুন, সদস্য সচিব আলী আহসান ভূইয়া, আবির আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতিজনাব সেলিম উদ্দিন চৌধুরী,শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি এনামুল হক শিশু মিয়া, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজহার উল্লাহ মিয়া,দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম,দক্ষিণ আমিরাত আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আমিরাত আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রহমত আলী শোয়েব,আজমান আওয়ামী লীগের সভাপতি এম জহির উদ্দীন, আবির আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবুর রহমান তুতু মিয়া ,এম এ মুহিত চৌধুরী প্রমুখ ।