চুনারুঘাটে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার রানীরগাঁও হাওর থেকে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

পরে মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ