জন্মের ৩০ ঘণ্টা পর করোনাভাইরাসের উপস্থিতি!
চীনের উহানে রোববার একটি শিশু জন্মগ্রহন করে। তার দেহে জন্মের ৩০ ঘণ্টা পর করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। খবর: বিবিসির।
চীনের বাইরে ২৪টিরও বেশি দেশে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। হুবেই প্রদেশের রাজধানী থেকেই নতুন এ ভাইরাসটি চীনের অন্যান্য অঞ্চলে ছড়িয়েছে।
কয়েক সপ্তাহের ব্যবধানে নতুন এ করোনাভাইরাসে ২৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে সাড়ে পাঁচশ’র বেশি।
শিশুটির জন্মের আগেই তার মায়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছিল। মাতৃগর্ভেই নাকি জন্মানোর পর ভাইরাসটি শিশুটির কাছে পৌঁছেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া ওই নবজাতকের দেহে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে।
শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, জন্মের পর মায়ের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার কারণেই শিশুটির দেহেও ভাইরাসটি সংক্রমিত হয়েছে।
এর আগে সিঙ্গাপুরে ছয় মাস বয়সী এক শিশুর দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।