ছনবাড়ী তরুণ উদীয়মান যুব ক্লাবের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন
সিলেটের কোম্পানীগঞ্জের ছনবাড়ী তরুণ উদীয়মান যুব ক্লাবের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ গত বুধবার উদ্বোধন হয়েছে।
বিশিষ্ট প্রবীণ মুরব্বি হারিছ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে বিপদগামীতা থেকে রক্ষা করতে সুস্থ্য বিনোদনের কোন বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শরীর ও মনকে বিকশিত করে। তাই স্থানীয় পর্যায়ে এধরনের টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজন করতে হবে। এখান থেকে তরুণ প্রতিভা বের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী। কামাল আহমদ ও রন্টু কুমার দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত দাস, আমর দাম, কাম্পানীগঞ্জ উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রানু বিশ্বাস, ৬নংদক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্র পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দীন, ইসমাইল আলী, মনির উদ্দিন, হান্নান মিয়া, প্রণজিত দাস, আজিজুল হক নুরুল ইসলাম, মানিক মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।