মাধবপুরে পুলিশকে কামড়িয়ে পালিয়েছে ডাকাত
হবিগঞ্জের মাধবপুরে পুলিশকে কামড়িয়ে ডাকাত পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আশরাফুল আলম সরলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল আলম সরল ডাকাত সৈকত মিয়াকে উপজেলার জয়পুর এলাকায় আটক করে। এ সময় সে পুলিশ সদস্যকে কামড় দিয়ে ডাকাত সৈকত পালিয়ে যায়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সৈকতকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।