মিরাবাজারে ২য় মৌসুমী ক্লাব নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
সিলেট নগরীর মিরাবাজার মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ২য় মৌসুমী ক্লাব নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে খালের মুখ দলকে ট্রাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নাইওরপুল পুরাতন ও নতুন লৌহ ব্যবসায়ী সমিতি সিলেট মহানগর চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম। এসময় তিনি বলেন, খেলাধুলা সমাজকে মাদকমুক্ত, জঙ্গিমুক্ত করে। মুক্তমনা করে গড়ে তুলে। তাই তৃণমূল পর্যায়ে এরকম টুর্নামেন্টের গুরুত্ব অপরীসিম। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নের যতো সহযোগিতা প্রয়োজন করে আমি করে যাবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন, সংস্থার উপদেষ্টা ও কাউন্সিলর এবিএম জিলুর রহমান উজ্জল, শরফুল ইসলাম চৌধুরী সাদিক, মইনুর রহমান মনি, বাংলাদেশ ফুটবল রেফারী এসোসিয়েশনের সদস্য মো. সালা উদ্দিন রাজু।
আরো উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি এ.এম মিজানুর রহমান, ইফতেখার আহমদ ফরহাদ, মারুফ চৌধুরী, সৈয়দ মারুফ আহমদ, মান্না চৌধুরী, মসব্বির আলী হিমেল, সজিব আহমদ, সৈয়দ ছালিম আহমদ, রাজু আহমদ, রাহেল চৌধুরী, সৈয়দ নাজিম আহমদ, সৈয়দ সাদিকুজ্জামান সাদি, রেদওয়ান আহমদ, মাসুম আহমদ, জুমন আহমদ, পলাশ, রাজন, সাব্বির, মাহিন প্রমুখ। খেলায় ভাষ্যকার পরিচালনা করেন সৌমেন্দ্র সেন মিহির।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন নাইওরপুল পুরাতন ও নতুন লৌহ ব্যবসায়ী সমিতি দলের সুবেল, শ্রেষ্ঠ গোল দাতা ইমন মোদক, শ্রেষ্ঠ খেলোয়াড় উজ্জল, উদীয়মান খেলোয়াড় সাজন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রাশেদ আহমদ রাশু, রেদোয়ান আহমদ চৌধুরী, পলাশ, শফিক মিয়া।