সিলেটে ব্রিটিশ প্রতিনিধি দল

বৃটেনের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ব্রিটিশ শিক্ষক এবং ১১ জন ব্যবসায়ী সহ ২১ সদস্যের প্রতিনিধি দল আজ সিলেটে পৌঁছেছেন। সিলেট বিভাগের ১০ টি স্কুল-কলেজের পার্টনার শিক্ষকরা অদ্য সকাল ১০ঃ ৩০ টায় সিলেট বিমানবন্দরে বিদেশি অতিথিদেরকে বরণ করেন।

ব্রিটিশ শিক্ষকরা ১ থেকে ৬ তারিখ সিলেটের দশটি শিক্ষা প্রতিষ্ঠান Connecting Classroom programme – এ অংশগ্রহণ করবেন। ব্রিটিশ কাউন্সিলের তিনজন প্রজেক্ট কো- অর্ডিনেটর সবদিন সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সিলেট টিমের কনভেনর অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও কো- অর্ডিনেটর এম এ আজিজের পরিচালনায় সিলেট বিমানবন্দরে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস যুবরাজ গ্রুপের সিইও আনা মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ