সিলেট চেম্বারের ‘এডভান্সড বিউটিফিকেশন কোর্স; প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদেরকে ‘পজিটিভ’ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে সিলেট চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ৫ দিনব্যাপী “এডভান্সড বিউটিফিকেশন কোর্স” প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, ‘বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে এপেক্স রেগুলেটরি বডি হিসেবে কাজ করছে। নারী উদ্যোক্তাদের সহজে লোন প্রাপ্তি ও তাদেরকে ব্যাংকিং সংক্রান্ত যেকোন সহযোগিতার জন্য আমাদের আলাদা সেল রয়েছে। তিনি লোন সংক্রান্ত যেকোন সহায়তার জন্য নারী উদ্যোক্তাদের সরাসরি বাংলাদেশ ব্যাংকে যোগাযোগের আহবান জানান।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের যেকোন সেক্টরে সফল হওয়ার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। সঠিক প্রশিক্ষণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বার শীঘ্রই একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের নিত্যনতুন আইডিয়া শেয়ার করতে পারবেন এবং ২৫ জন শ্রেষ্ট আইডিয়া শেয়ারকারীকে সিলেট চেম্বারের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, চেম্বারের পরিচালক এবং সেমিনার, ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, প্রশিক্ষণার্থী মাকছুরা জালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহআলম রাফি।

অনুষ্ঠানে ৩১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, মোঃ আতিক হোসেন, ইউনিয়ন ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার হুমায়ুন কবির এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ