মিলনগঞ্জ বাজারে দিরাই থানা গ্রুপ DTG এর উদ্দোগে ক্রীড়া সামগ্রী বিতরণ সম্পন্ন
দিরাই থানা গ্রুপ DTG এর উদ্দোগে আজ বিকাল ৩টায় কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে সোনালী ক্লাব (হাতিয়া) ও মৌচাক স্পোটিং ক্লাব (টংগর) কে ক্রীড়া সামগ্রী জার্সি ও ফুটবল দেওয়া হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কুলঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান তালুকদার।
দিরাই থানা গ্রুপের সাধারণ সম্পাদক এস এম সায়েম এর পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বকুল চৌধুরীর সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সৈয়দ তহুর আলী, সাবেক মেম্বার মোঃ আফাজ উদ্দীন, দিরাই থানা গ্রুপের সাবেক সভাপতি আখলাক হোসাইন,
মোঃ আল আমীন, ছাত্র নেতা রিফাত চৌধুরী, সৈয়দ তাহির আলী,মোঃ আইয়ূব খান, মোঃ ফয়জুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া, বস ক্লাবের সভাপতি কামরুল হাসান মিটু, জাহেদ হাসান, মোঃ ইছবর খান, সৈয়দ সাবের হুসেন বিজয়, মোঃ শাকির আলম প্রমুখ।
দিরাই থানা গ্রুপ DTG এর প্রতিষ্টাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসি ফখর উদ্দিন ও দিরাই থানা গ্রুপের উপদেষ্টা ,কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের প্রতিষ্টাতা এডমিন লন্ডন প্রবাসি সাব্বির খান এর পৃষ্ঠপোষকতায় আজকের কুলঞ্জ ইউনিয়নের সোনালী ক্লাব (হাতিয়া) ও মৌচাক স্পোটিং ক্লাব (টংগর) কে ক্রীড়া সামগ্রী জার্সি ও ফুটবল দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরী হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে।