জমজ সন্তান জন্মালেই মা-বাবাকে হত্যা
আদিম যুগে মানুষ লতা পাতা জড়িয়ে শরীর ঢেকে রাখত। আজো বিশ্বের বিভিন্ন দেশের আনাচে কানাচে থাকা উপজাতিরা নগ্ন জীবন-যাপনেই অভ্যস্ত। তেমনই কয়েকটি উপজাতি সম্পর্কে জেনে নিন। – টুডে নিউজ
১. জিবু উপজাতি :-
পাহাড়ের চূড়ায় জিবু উপজাতিদের বাস। অন্যান্য উপজাতিদের থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন তারা। আদিম যুগের মতোই তাদের বসবাস। তারা পুরো পৃথিবী থেকেই আলাদা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন জিবুরা। ছোট্ট মাটির ঘরে তাদের বাস। এসব ঘরের উপরে থাকে ঘাসের ছাউনি। নদী থেকে পানি এনে তারা মাটির পাত্রে তা সংরক্ষণ করেন। জিবুর পুরুষরা বিয়ের সময় কনেকে পণ দিয়ে থাকেন। তারা মুসলিম ধর্মের অনুসারী। তবে ইসলাম বিষয়ে এখনো তারা অনেক কিছুই জানে না। কারণ তাদের মধ্যে শিক্ষা নেই।
২. কোমা উপজাতি :-
১৮৬১ সালের দিকে উত্তর ক্যামেরুনের পুরনো প্রদেশ হিসেবে নাইজেরিয়া স্বীকৃতি পায়। উত্তরের আদামাওয়া রাজ্যের অ্যালান্টিকা পর্বত এবং আদামাওয়া রাজ্যের সীমান্তের দক্ষিণ-পশ্চিমে (ফারো ন্যাশনাল পার্ক) উত্তর ক্যামেরুন দখল করে রেখেছে নাইজেরিয়া। সেসব পর্বতেরই আদিম অধিবাসী কোমা জাতিরা। এরা নিজেদের পোশাক নিয়ে ভাবেন না। কারণ উলঙ্গভাবেই বাঁচতে শিখেছে তারা। কোমা উপজাতির একটি নৃশংসতম প্রথা রয়েছে, যদি তাদের মধ্যকার কেউ জমজ সন্তানের জন্ম দেয় তবে হত্যা করা হয় মা ও জমজ সন্তানদেরকেও। কারণ তাদেরকে অভিশাপ হিসেবে ধরা হয়। জমজ সন্তানদের হত্যা করে নিজ এলাকা থেকে অনেক অনেক দূরে গিয়ে ফেলে দেয়া হয়।
৩. কামবারি উপজাতি :-
নাইজেরিয়ায় বসবাসরত এই উপজাতি উলঙ্গ হয়ে জীবন কাটাচ্ছে যুগ যুগ ধরে। এরা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে।
একজন নারী উলঙ্গ হয়ে চলাফেরা করলেও নাকি সেখানকার পুরুষরা যৌন তৃষ্ণা বোধ করে না। তারা সবেচেয়ে বেশি আকর্ষিত হন নারীর শরীরের উল্কি, চুল বাধার ধরন ও ভালো ব্যবহার দেখে। এই উপজাতিরা যত কম বয়সে কন্যাকে বিয়ে দিতে পারবেন ততই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করেন।