কানাইঘাটে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দবিরুল ইসলাম (৩৫) নামের ঐ ট্রাক্টরের চালক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিজুরী ধনবন খালে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ট্রাক্টর চালক দিনাজপুরের মিরপুরের আজহার আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজার থেকে মুলাগুল বাজারে যাওয়ার পথে মুলাগুল-সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন খালে যাওয়ার পর ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এর চালক দবিরুল ইসলাম।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ