সরকারি মহিলা কলেজে নতুন ফটকের উদ্বোধন

সিলেট সরকারি মহিলা কলেজের প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলেজ অধ্যক্ষকে সাথে নিয়ে দৃষ্টিনন্দন ফটকটি উদ্বোধন করেন।

সিলেট সিটি কর্পোরেশনের চলমান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য সরকারি মহিলা কলেজের পুরাতন সীমানা প্রাচীরের দেয়াল ও মূল ফটক ভাঙ্গা হয়। সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সিসিকের উদ্যোগে নির্মাণ করা হয় সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীর ও প্রধান ফটক। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ফটকটি আজ উদ্বোধন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ ও কলেজের শিক্ষক -শিক্ষাথীরা। ফটক উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন কলেজের অধ্যাপক মো: জিল্লুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ