সুনামগঞ্জে তিন রেস্টুরেন্টকে জরিমানা

সুনামগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টসহ তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের তিনটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

জানা যায়, পচা বাসি খাবার পরিবেশন এবং রান্না করা মাংস এবং কাচা মাংস একত্রে রাখায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার, সুরমা মার্কেট সংলগ্ন রান্নাঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ডিএস রোড এলাকা তাহিতি রেস্টুরেন্টকে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এমএম রেজাউল করিম, স্যানেটারি ইন্সপেক্টর মো. আব্দুল হালিম, পুলিশের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ